ডিবি, পাবনা’এর সফল অভিযান – অবৈধ আগ্নেয়াস্ত্রসহ আসামী গ্রেফতার

  • প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, রাত ০৮:১৬
  • আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫, রাত ০৮:১৬
ডিবি, পাবনা’এর সফল অভিযান – অবৈধ আগ্নেয়াস্ত্রসহ আসামী গ্রেফতার

মোঃ মনিরুজ্জামান মুন্না,স্টাফ রিপোর্টার :


গত ২৭ নভেম্বর ২০২৫ ইং তারিখে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন চকগড়গড়ি আলহাজ মোড় এলাকায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে মোঃ তুষার হোসেন অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে জনমনে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

ঘটনার পর উভয় পক্ষ ঈশ্বরদী থানায় পৃথক মামলা দায়ের করে। এ ঘটনায় দায়েরকৃত ঈশ্বরদী থানার মামলা নং-৪৫, তারিখ ২৯/১১/২০২৫ ইং, ধারা ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৪৩৫/৫০৬/১১৪ পেনাল কোড ১৮৬০-এ মোঃ তুষার হোসেনকে ৬নং আসামী করা হয়।


মাননীয় পুলিশ সুপার পাবনা জনাব মোঃ আনোয়ার জাহিদ মহোদয়ের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ মশিউর রহমান মন্ডল, এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মোঃ রেজিনুর রহমান মহোদয়ের ব্যবস্থাপনায়, ডিবির ওসি মোঃ রাশিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) বেনু রায়, পিপিএম, এসআই (নিঃ) অসিত কুমার বসাকসহ ডিবি পাবনার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তা, স্থানীয় সোর্সের সহযোগিতা ও গোয়েন্দা কৌশল অবলম্বন করে আসামী গ্রেফতারে অব্যাহতভাবে অভিযান পরিচালনা করে।


তারই ধারাবাহিকতায় ০১ ডিসেম্বর ২০২৫ খ্রি. ১৮.৩০ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন ধানবান্ধি এলাকার মতিন সাহেবের ঘাট সংলগ্ন জে.সি. রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মূল আসামী মোঃ তুষার হোসেনকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায়, তার হেফাজতে ঈশ্বরদী থানাধীন ভেলুপাড়া এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ লুকানো রয়েছে, যা সে ২৭ নভেম্বর সংঘর্ষ চলাকালে প্রদর্শন করেছিল।


আসামীর নির্দেশনা অনুযায়ী ভেলুপাড়া সাকিনস্থ মোঃ রবিউল ইসলামের ফাঁকা জায়গায় জনৈক মোঃ আতিকের ইটের প্রাচীরসংলগ্ন পশ্চিম পাশে বালি–মাটির ভিতর প্রায় ৬–৭ ইঞ্চি নিচে পুঁতে রাখা একটি ছোট স্বচ্ছ পলিথিনে মোড়ানো লোডেড সচল কালো রঙের পিস্তল এবং ম্যাগাজিনসহ ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃত আসামীঃ


১। মোঃ তুষার হোসেন (২১)

পিতা: মোঃ আবু তাহের

মাতা: মোছাঃ তাছলিমা খাতুন

সাং—ভেলুপাড়া, থানাঃ ঈশ্বরদী, জেলাঃ পাবনা।


উদ্ধারকৃত আলামতঃ


১। একটি লোহার তৈরী কালো রঙের সচল পিস্তল (স্বচ্ছ পলিথিনসহ)।

২। ম্যাগাজিনে লোডেড অবস্থায় ০২ রাউন্ড তাজা কার্তুজ।


উদ্ধারকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র সংক্রান্ত বিষয়ে আসামীর বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা নং-০৬, তারিখ ০২/১২/২০২৫ ইং, ধারা The Arms Act, 1878 এর 19A/19(f) মোতাবেক পৃথক মামলা রুজু করা হয়েছে

Ad