পাবনায় পুলিশ সুপারের নেতৃত্বে রাত্রিকালীন টহল জোরদার
মোঃ মনিরুজ্জামান মুন্না, স্টাফ রিপোর্টার
গত ০৭ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ দিবাগত রাতে পাবনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ার জাহিদের নেতৃত্বে বিশেষ রাত্রিকালীন টহল কার্যক্রম পরিচালিত হয়েছে। নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের অংশ হিসেবে তিনি এ টহল কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ মশিউর রহমান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ রেজিনূর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শরিফুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রাত্রিকালীন এই টহল কার্যক্রম শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বাস টার্মিনাল, রেলস্টেশন এলাকা, বাজার ও জনবহুল স্থানে পরিচালিত হয়। ডিউটিরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে যে কোনো ধরনের নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি-ছিনতাই ও বিশৃঙ্খলা রোধে এ কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ার জাহিদ বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিয়মিতভাবে এ ধরনের টহল অব্যাহত থাকবে।”

