ঝিনাইদহ জাতীয় প্রতিবন্ধী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

  • প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, বিকাল ০৬:১৫
  • আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫, বিকাল ০৬:১৫
ঝিনাইদহ জাতীয় প্রতিবন্ধী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

মোঃ হাসান ইমরান, ঝিনাইদহ :


জেলা প্রশাসক, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে 

৩৪ তম আন্তর্জাতিক এবং ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস যথাযোগ্য মর্যাদায় ঝিনাইদহ জেলাতে উদযাপিত হয়েছে।


ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের শহীদ মিনার চত্বর ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এবং শোভাযাত্রা শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল্লাহ আল মাসউদ, জেলা প্রশাসক, ঝিনাইদহ। জেলা সমাজসেবা কার্যালয় ঝিনাইদহের অফিসার (রেজি:) জনাব হাসানুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল কাদের, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয় ঝিনাইদহ, মোঃ মমিনুর রহমান,সহকারি পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, ঝিনাইদহ মো:আফাজ উদ্দিন শহর সমাজসেবা কর্মকর্তা, মোঃ আব্দুল হাই সিদ্দিক সমাজসেবা অফিসার, ঝিনাইদহ সদর উপজেলা, মোহাম্মদ তরিকুল ইসলাম প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ঝিনাইদহ এবং তরী, সিও,সৃজনী ব্রাক সহ বিভিন্ন এনজিও-র কর্মকর্তা বৃন্দ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক জনাব আব্দুল্লাহ আল মাসউদ বলেন, ঝিনাইদহের সকল পর্যায়ের প্রতিবন্ধী ভাই বোনদের সরকারী ও বে-সরকারি সহযোগিতা এবং একাডেমিক শিক্ষা ও প্রশিক্ষণ নিয়ে তারা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের অংশীদার হচ্ছেন। এছাড়াও বক্তব্য রেখেছেন, ঝিনাইদহ জেলা সমাজসেবা কার্যালয় উপপরিচালক জনাব মোঃ আব্দুল কাদের, এনজিও প্রতিনিধি এবং প্রতিবন্ধী প্রতিনিধি সহ প্রমূখ।

Ad