মিরপুর পল্লবীতে উদ্দীপনামুখর পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা

  • প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, দুপুর ০৪:৩৫
WhatsApp Image 2025-11-30 at 1.21.09 PM

নিজস্ব প্রতিবেদকঃ


মিরপুর পল্লবীর এলাকায় উদ্দীপনামুখর পরিবেশে অনুষ্ঠিত হলো একটি ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান। কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কর্নেল (অব.) এম আব্দুল বাতেন। সকালে এলাকার প্রধান সড়ক থেকে গলি–মহল্লা পর্যন্ত বিস্তৃত এই পরিচ্ছন্নতা কর্মযজ্ঞে ব্যাপক জনসাড়া দেখা যায়।


উদ্বোধনকালে কর্নেল (অব.) এম আব্দুল বাতেন বলেন,“পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্যের জন্য নয়,এটি মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত।”তিনি এলাকার বাসিন্দাদের আরও সচেতন, দায়িত্বশীল ও সক্রিয়ভাবে পরিবেশ রক্ষার কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান।


স্থানীয় বাসিন্দা, তরুণ স্বেচ্ছাসেবক, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য এবং দোকানপাটের মালিকরাও নিজস্ব উদ্যোগে ঝাড়ু, ডাস্টবিন ও পরিচ্ছন্নতার সরঞ্জাম নিয়ে কর্মসূচিতে অংশ নেন। তাদের অংশগ্রহণে পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ। বর্জ্য অপসারণ, ড্রেন পরিষ্কার, রাস্তার দু’পাশে জমে থাকা ময়লা সরানোসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এলাকাটি নতুন রূপে সেজে ওঠে।


এসময় বক্তারা বলেন,পরিচ্ছন্নতা শুধু দিনের একটি কার্যক্রম নয়; এটি একটি অভ্যাসে পরিণত করতে হবে। এলাকাকে পরিচ্ছন্ন, সবুজ ও নির্মল রাখতে নিয়মিত এ ধরনের উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।


শেষে কর্নেল (অব.)এম আব্দুল বাতেন আশা প্রকাশ করে বলেন,“পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য- গড়তে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। জনগণকে সঙ্গে নিয়ে আমরা একটি উন্নত, স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ উপহার দিতে চাই।”

Ad