বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গাজীপুরে দোয়া মাহফিল

    • প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, রাত ১০:৪৩
    • আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫, রাত ১০:৪৩
    WhatsApp Image 2025-12-04 at 9.20.53 PM

    মাহমুদুল হাসান 


    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য গাজীপুর‑৬ আসনের ৩৯ নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার রাতে আয়োজিত হয়েছে একটি দোয়া ও মিলাদ মাহফিল। পূবাইল মেট্রো থানা, ৩৯ নম্বর ওয়ার্ড যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই আয়োজনে কেন্দ্রীয়, জেলা ও ওয়ার্ড পর্যায়ের যুব ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।  


    দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন ৩৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ও স্থানীয় জনপ্রিয় নেতা হাবিবুর রহমান হাবিব। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:


    - মোঃ আনোয়ার হোসেন সরকার — পূবাইল মেট্রো থানা যুবদল যুগ্ম আহ্বায়ক  

    - কামরুজ্জামান কাজল — স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, পূবাইল থানা  

    - হালিম আহম্মেদ — ৩৯ নম্বর ওয়ার্ড যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক  

    - সোলেমান সরকার — পূবাইল থানা বিএনপির সহ-সভাপতি  

    - মোঃ আব্দুল হাই — গাজীপুর মহানগর, তারেক জিয়া পরিষদ সদস্য  

    - জাহাঙ্গীর পাঠান — শহীদিয়া স্মৃতি সংসদ, পূবাইল থানা সদস্য সচিব  

    - রেজাউল করিম সেন্টু হাওলাদার — জুট ব্যবসায়ী সমিতি  

    - সিদ্দিকুর রহমান সরকার — ৩৯ নম্বর ওয়ার্ড যুবদল সহ-সাংগঠনিক সম্পাদক  


    দোয়া শেষে হাবিবুর রহমান হাবিব বলেন, "বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর সুস্থতা আজ লাখো মানুষের কামনা। আমরা নেত্রীর জন্য দোয়া করেছি, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন।"

    তিনি আরো বরেন, "বেগম জিয়া শুধু একজন নেত্রী নন, তিনি আমাদের প্রেরণার উৎস। তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।”


    তাছাড়া বক্তব্যে আরো বলেন,

    - মোঃ আনোয়ার হোসেন সরকার (যুগ্ম আহ্বায়ক, পূবাইল মেট্রো থানা যুবদল): “গণতন্ত্রের মা খালেদা জিয়ার আরোগ্য কামনায় আমরা সর্বদা একতাবদ্ধ। তার সুস্থতা মানেই দেশের সুস্থতা।”


    - কামরুজ্জামান কাজল (আহ্বায়ক, সেচ্ছাসেবকদল, পূবাইল থানা): “বেগম জিয়া হচ্ছেন আমাদের বিশ্বাসের প্রতীক। আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন।”


    - সোলেমান সরকার (সহ-সভাপতি, পূবাইল থানা বিএনপি):“তিনি আমাদের পথ দেখান। আমরা দোয়া করি, মহান আল্লাহ তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন।”


    - মোঃ আব্দুল হাই (তারেকজিয়া পরিষদ, গাজীপুর মহানগর):“তিনি আজ অসুস্থ, কিন্তু কোটি মানুষের ভালোবাসা তার সঙ্গে আছে। এই ভালোবাসা নিশ্চয়ই তাকে সুস্থ করে তুলবে।”


    - এডভোকেট জাহাঙ্গীর পাঠান (সদস্য সচিব, শহীজিয়া স্বৃতি সংসদ): “বেগম জিয়া গণমানুষের কণ্ঠস্বর। তার সুস্থতা কামনায় আমরা আজ একত্রিত হয়েছি আল্লাহর দরবারে।”


    - রেজাউল করিম সেন্টু হাওলাদার (জুট ব্যবসায়ী সমিতি): “তার সাহস, সংগ্রাম আমাদের অনুপ্রেরণা। মহান সৃষ্টিকর্তা যেন দ্রুত তাকে সুস্থতা দান করেন।”


    - হালিম আহাম্মেদ (যুগ্ম সাধারণ সম্পাদক, ৩৯ নং ওয়ার্ড যুবদল):“খালেদা জিয়া আপা দেশের মা। তার সুস্থতা মানে দেশের কল্যাণ। আমরা তার পাশে আছি দোয়ার মাধ্যমে।”


    - সিদ্দিকুর রহমান সরকার (সহ সাংগঠনিক সম্পাদক, ৩৯ নং ওয়ার্ড যুবদল): “একটি স্বাধীন জাতির সম্মান খালেদা জিয়া। তার সুস্থতার জন্য আমরা সদা প্রার্থনায়।”


    অনুষ্ঠানে বক্তারা বেগম জিয়ার মুক্তি ও সুস্থতা কামনার পাশাপাশি দেশব্যাপী গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান।  

    তারা বলেন, “এই দোয়া আয়োজন কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটি ভালোবাসা থেকে করা, একটি নেত্রীকে ফিরে পাওয়ার আকুতি।”


    অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে খালেদা জিয়ার জন্য মোনাজাতে অংশ নেন।


    দোয়া মাহফিল শেষে অতিথিরা স্থানীয় অসহায় ও গরিব মানুষের সঙ্গে বসে খিচুড়ি খান। মানবিকতা ও সাম্যের এই দৃশ্য আয়োজনে এনে দেয় এক ভিন্ন মাত্রা, যা প্রমাণ করে—এই আয়োজন শুধু রাজনৈতিক নয়, এটি ছিল হৃদয়ের মিলনমেলা।

    Ad